Latest News :
এস এস সি ২০২২ পরীক্ষার্থীদের শ্রেণি মূল্যায়ন || || নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রদের রেজিস্ট্রেশনের নোটিশ। || ছাত্রদের প্রতি প্রধান শিক্ষকের নির্দেশনা, জানতে ক্লিক........... || বার্ষিক পরীক্ষা ২০১৯ এর ফলাফল প্রকাশ হয়েছে, ওয়েব সাইটে ফলাফল পাওয়া যাবে। কোন অভিযোগ থাকলে আগামী ২৮ ডিসেম্বর এর মধ্যে যোগাযোগ করতে হবে। || আগামী 26 ডিসেম্ব ২০১৯ বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হবে। ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। || আগামী ৩০ ডিসেম্বর ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিত ৪০ মোট ১০০। || আগামী ২৭ নভেম্বর ২০১৯ বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।, ক্লিক........ || দশম শ্রেনির টেস্ট ২০১৯ আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে। সময়সূচী জানতে ক্লিক...... || অষ্টম ও নবম (ভোকেশনাল) শ্রেনির মডেল টেস্ট আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সময়সূচী জানতে ক্লিক...... ||

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্নার

বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় অর্জনের ৫০ বছর পূর্তি
সুবর্ণজয়ন্তী কর্নার

Latest Notice

প্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য


ঊনবিংশ  শতাব্দির শেষ দিকে নবীনগরসহ আশে-পাশে কোন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় শুধুমাত্র সম্ভ্রান্ত ধনী পরিবারের সন্তানদের শিক্ষা গ্রহনের সুযোগ হত। অনগ্রসর গণমানুষের কথা চিন্তা করে তৎকালীন জমিদার আমলে অনেক প্রতিকূলতা উপেক্ষা করে মুরাদনগর থানার ভূবনঘর গ্রামের মৌলভী আবদুস সোবহান ওরুফে আবদু মিয়া 1896 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন নবীনগর হাই ইংলিশ স্কুল। সময়ের পরিক্রমায় নবীনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়, নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়, নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করে।
মৌলভী আবদুস সোবহান ওরুফে আবদু মিয়া পেশায় ছিলেন একজন প্রতিথযশা আইনজীবী। তিনি 1885 সল থেকে নবীনগর মুন্সেফ আদালতে আইন পেশায় যোগদান করেন। প্রতিষ্ঠিত আইনজীবী হিসেবে তিনি প্রচুর অর্থ উপার্জন করতেন। অসহায় হতদরিদ্রদের মোকাদ্দমা তিনি বিনা পয়সার পরিচালনা করতেন। নবীনগরের স্থায়ী বাসিন্দা না হয়েও এ এলাকায় স্কুল-মসজিদ- হাসপাতাল নির্মাণ করে গেছেন দানবীর-ধর্মভীরু অহংকারহীন এই মানুষটি।
প্রতিষ্ঠলগ্নে বিদ্যালয়টি ছিল খড়ের ঘর। তিনি আমৃত্যু স্বপ্ন দেখে গেছেন এই বিদ্যালয়টিকে নিয়ে। তাঁর স্বপ্নকে সফল করতে গিয়ে বাঁধার সম্মুখীন হন অনেকবার। এমনকি জীবনের  ঝুকিও নিয়েছেন। 1902 সালের 23 ফেব্রুয়ারীর গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে বিদ্যালয়ের কয়েকটি কক্ষ পুড়ে যায়। আবদু মিয়া সাহেব জীবনের মায়া তুচ্ছ করে সেই রাতে ভয়াবহ আগুনকে তোয়াক্কা না করে একটি শ্রেণিকক্ষসহ স্কুলের অনেক মূল্যবান রেকর্ডপত্র রক্ষা করেন। এই অগ্নিকান্ডের পর একটি একতলা পাকা ভবন নির্মাণ করেছিলেন।
তৎকালীন সময়ে মোসলমান শিক্ষকদের প্রচন্ড অভাব থাকায় তিনি বিনা বেতনে ফার্সি বিষয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর উপার্জিত অর্থের সিংহভাগই খরচ করতেন জনহিতকর কাজে।
তাঁর পরিবারের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে সাবেক বিচারপতি এ.কে.এম সাদেক, শহীদ অধ্যাপক মুনীর চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিধ সাহিত্যিক কবীর চৌধুরী, বিখ্যাত টি ভি ও মঞ্চ অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, মুরাদনগর এলাকার বর্তমান সংসদ সদস্য জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন এফ.সি.এ । এছাড়াও বহু গুণগ্রাহী দেশ বরেণ্য ব্যক্তি এ পরিবারে জন্মগ্রহন করেছেন।

আবদু মিয়া সাহেবের ৪ ছেলে ও ৫ মেয়ে ছিলেন।
ছেলেরা হচ্ছেনঃ
১।আবদুল হামিদ, সাবেক জেলা রেজিস্ট্রার।
২।আবু মোছা আহমেদ মোস্তফা, সাবেক সরকারি উকিল।
৩।আবু মোছা মোঃ মাসিহা, সাবেক ডেপুটি ডিরেক্টর, শিল্প মন্ত্রনালয়।
৪।আবু দাউদ মাহমুদ, কোলকাতায় অধ্যয়নকালীন সময়ে মারা যান।
মেয়েরা হচ্ছেনঃ
১।সৈয়দা খাতুন, স্বামী -মীর রিয়াজ উদ্দিন আহমেদ, সাবেক সাবরেজিস্টার।
২।মাসুমা খাতুন,স্বামী- আবদুল হালিম চৌধুরী, সাবেক ডেপুটি ম্যাজিস্ট্রেট।
৩।আছিয়া বেগম,স্বামী মোঃ আবদুল্লাহ, সাবেক সরকারি কর্মকর্তা।
৪।ফাহিমা বেগম, স্বামী-আবদুল আজিজ,সাবেক সহকারী কমিশনার আয়কর বিভাগ।
৫।উম্মে কবীর আফিয়া বেগম, স্বামী আবদুল হালিম, সাবেক ডেপুটি ম্যাজিস্ট্রেট। 
এই মহান শিক্ষানুরাগী মানুষটি 1344 বঙ্গাব্দের ০৮ মাঘ তাঁর ভূবনঘরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁরই নির্মিত মসজিদের পাশে সমাহিত করা হয় তাঁকে। মৃত্যুর পূর্বে তাঁর সম্পত্তির আয়ের একটি বড়  অংশ জনকল্যাণে ব্যয় করার নির্দেশনা দিয়ে যান। নির্দেশনা মতে এখনও তাঁর পরিবারে লোকজন প্রতিবছর জনসেবা মূলক কাজ করে থাকেন।
পরম করুণাময় মহান আল্লাহ তালাহ সর্বোচ্চ সম্মানিত বেহেস্ত- জান্নাতুল ফেরদৌস দান করুন-এই আলোর দিশারী মহান মানুষটিকে।
আমিন।

Read More->

Result Search

Class
Department/Section/Group
Session
Exam

উপজেলা নির্বাহী অফিসার


নবীনগর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত নবীনগর সরকারি পাইলট  উচ্চ বিদ্যালয়। ২০১৮ সালের ৭ মে এই বিদ্যালয়টি সরকারীকরণ হয়। এরই সমসাময়িক বিদ্যালয়টি একটি নতুন ওয়েবসাইট চালু করার এ শুভক্ষনে আমি মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি। এ ওয়েবাসাইটের মাধ্যমে বিশ্বব্যাপী সংযোগ সাধন করে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ’ডিজিটাল বাংলাদেশ’ গড়ার স্বপ্নযাত্রায় সাফল্যের সাথে অংশ নিয়ে আমরা গর্বিত।

   ঐতিহ্যের সৌরভে আর গৌরবের  ইতিহাসের পাতায় এ বিদ্যালয়টি সমৃদ্ধ। 

    মহান মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর মাতামহ এবং কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বর্তমান জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ ইউসুফ আব্নদুল্ললাহ হারুন এর প্র-পিতামহ কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাধীন ভুবনঘর গ্রামের সূর্যসন্তান উকিল আবদুস সোবহান (আবদু মিয়া) এর ঐকান্তিক প্রচেষ্টায় ১৮৯৬ সালে ‘নবীনগর উচ্চ বিদ্যালয়’ নামে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বিদ্যালয়ের অসংখ্য কৃতি ছাত্র স্বদেশে-বিদেশে সরকারি-বেসরকারি পর্যায়ে শীর্ষ পদে অধিষ্ঠিত থেকে অত্যন্ত সুনামের সাথে বিদ্যালয়ের মুখোজ্জ্বল করেছেন। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ভাষা  সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাম সশ্রদ্ধচিত্তে স্মরন করছি।

  শিক্ষা-সংস্কৃতিতে নবীনগরের অগ্রনী ভূমিকার ক্ষেত্রে এ বিদ্যালয়ের ভূমিকা সর্বদাই দেদীপ্যমান। তারই ধারাবাহিকতায় এ ওয়েবসাইটের মাধ্যমে বিদ্যালয়ের চলমান অগ্রযাত্রা অব্যাহত থাকুক-বিদ্যালয়ের সাফল্যগাঁথা প্রচারিত ও প্রসারিত হোক বিশ্বব্যাপী- এ প্রত্যাশায় ইতি টানছি।

                                                 তানভীর ফরহাদ শামিম

                                                   উপজেলা নির্বাহী অফিসার

                                        নবীনগর,  ব্রাহ্মণবাড়িয়া

Read More->

প্রধান শিক্ষক


শুভ লগ্নে কিছু কথা

    শতাব্দী প্রাচীন  নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের নামে একটি নতুন ওয়েবসাইট চালু করার এ শুভক্ষনে আমি মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি। এ ওয়েবাসাইটের মাধ্যমে বিশ্বব্যাপী সংযোগ সাধন করে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ’ডিজিটাল বাংলাদেশ’ গড়ার স্বপ্নযাত্রায় সাফল্যের সাথে অংশ নিয়ে আমরা গর্বিত।

   ঐতিহ্যের সৌরভে আর গৌরবের  ইতিহাসের পাতায় এ বিদ্যালয় অসাধারণ সমৃদ্ধ। বর্তমান সরকার ৭ মে ২০১৮ সালে বিদ্যালয়টিকে সরকারিকরণ করার পর এর মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে।

    মহান মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর মাতামহ এবং কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বর্তমান জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ ইউসুফ আব্নদুল্ললাহ হারুন এর প্র-পিতামহ কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাধীন ভুবনঘর গ্রামের সূর্যসন্তান উকিল আবদুস সোবহান (আবদু মিয়া) এর ঐকান্তিক প্রচেষ্টায় ১৮৯৬ সালে ‘নবীনগর উচ্চ বিদ্যালয়’ নামে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বিদ্যালয়ের অসংখ্য কৃতি ছাত্র স্বদেশে-বিদেশে সরকারি-বেসরকারি পর্যায়ে শীর্ষ পদে অধিষ্ঠিত থেকে অত্যন্ত সুনামের সাথে বিদ্যালয়ের মুখোজ্জ্বল করেছেন। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ভাষা  সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাম সশ্রদ্ধচিত্তে স্মরন করছি।

  শিক্ষা-সংস্কৃতিতে নবীনগরের অগ্রনী ভূমিকার ক্ষেত্রে এ বিদ্যালয়ের ভূমিকা সর্বদাই দেদীপ্যমান। তারই ধারাবাহিকতায় এ ওয়েবসাইটের মাধ্যমে বিদ্যালয়ের চলমান অগ্রযাত্রা অব্যাহত থাকুক-বিদ্যালয়ের সাফল্যগাঁথা প্রচারিত ও প্রসারিত হোক বিশ্বব্যাপী- এ প্রত্যাশায় ইতি টানছি।

                                                  মোঃ আবু মোছা

                                                   প্রধান শিক্ষক

                                        নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়

Read More->

Complain/Suggest Corner

Calendar